সাকিব-তামিমের ব্যাটে শতরান পেরিয়ে বাংলাদেশ



অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠছে বাংলাদেশ। প্রতিরোধ গড়েছেন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১ রান। তামিম ৩৬ এবং সাকিব ৫০ রান নিয়ে ব্যাট করছেন।

রোববার সকালে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জয়লাভ করেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন।

ইনিংসের দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দেন ওপেনার সৌম্য সরকার।

পেট কামিন্সের বলে ব্যক্তিগত ৮ রানে পিটার হ্যান্ডসকম্বের হাতে ধরা পড়েন সৌম্য। টেস্টে মাঠে নামলেও সৌম্য খেলেছেন ওয়ানডে স্টাইলে। প্রথম ওভারেও একবার স্লিপে ক্যাচ দিয়েছিলেন এ বামহাতি ব্যাটসম্যান।

ব্যর্থ হয়েছেন ইমরুল কায়েসও। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন এ বামহাতি ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে আবারও আঘাত হানেন কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। পরের বলেই আবারও উইকেটের পতন। এবার কোনো রান করার আগেই উইকেটের পেছনে ক্যাচ দেন সাব্বির রহমান।

১০ রানেই তিন উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সাকিব এবং তামিম বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছেন। বিরতির আগে তাদের জুটিতে আসে ৮৬ রান। বিরতির পর নিজের ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নেন সাকিব।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশো, স্টিভেন স্মিথ, উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাস্টন আগার, পেট কামিন্স, জশুয়া হ্যাজলউড ও নাথান লায়ন।

সূত্র: যুগান্তর
সাকিব-তামিমের ব্যাটে শতরান পেরিয়ে বাংলাদেশ সাকিব-তামিমের ব্যাটে শতরান পেরিয়ে বাংলাদেশ Reviewed by সম্পাদক on August 27, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.