২০৯০ সালের আগে এমন সূর্যগ্রহণ আর হবে না



সোমবার আমেরিকায় যে সূর্যগ্রহণ দেখা যাবে সেটি গত ৯৯ বছরের মধ্যে আর কখনো হয়নি।

গত ৫০০ বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের দুই পাশে মোট আটটি সূর্যগ্রহণ হয়েছে।

২০৯০ সালের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আরেকটি সূর্যগ্রহণ হবে না।

সূর্যগ্রহণ খুব সহসা আসে না । এর কারণ কী?

বিজ্ঞানীরা বলছেন এর কিছু সুনির্দিষ্ট কারণ নিশ্চয়ই আছে।

পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ পরিভ্রমণ করে।

কিন্তু পৃথিবী এবং সূর্যের তুলনায় চাঁদের কক্ষপথ কিছুটা ঝুঁকে থাকায় চাঁদ হয়তো খুব উপরে নয়তো খুব নিচে অবস্থান করে।

সেজন্য প্রতি ১৮মাসে চাঁদ একবার পৃথিবী ও সূর্যের সমান্তরালে আসে। তখন সূর্যকে ঢকে দিয়ে পৃথিবীতে চাঁদের ছায়া পড়ে।

চাঁদের তুলনায় সূর্য ৪০০ গুন বেশি বড়। কিন্তু সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থান করে।

সেজন্য পৃথিবী থেকে দেখতে চাঁদ ও সূর্যকে অনেকটা একই রকম মনে হয়।

চাঁদ সবসময় একই কক্ষপথে সুচারুভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করে না।

ফলে সূর্যগ্রহণ সবসময় দেখতে একই রকম হয় না।

প্রতিটি সূর্যগ্রহণ সবসময় পৃথিবীর যে কোন জায়গা থেকে দেখা যায় না।

প্রতি ৩৭৫ বছর পর সূর্যগ্রহণ মোটামুটি পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায়।

যদি আপনি আরেকটি সূর্যগ্রহণ দেখতে চান তাহলে পৃথিবীর অন্য জায়গায় যেতে হবে।

প্রতি ১৮ মাসে একবার পৃথিবীর কোথাও না কোথাও সূর্যগ্রহণ দেখা যায়।

পূর্ণ সূর্যগ্রহণ দেখতে আমেরিকার বিভিন্ন জায়গায় হাজার-হাজার মানুষ ঘরের বাইরে আসছে।
২০৯০ সালের আগে এমন সূর্যগ্রহণ আর হবে না ২০৯০ সালের আগে এমন সূর্যগ্রহণ আর হবে না Reviewed by সম্পাদক on August 21, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.